Home / খেলাধুলা / মেসির সংসারে আসছে ‘সিরো’

মেসির সংসারে আসছে ‘সিরো’

 

থিয়েগো, মাতেও-র পর এবার সিরো। লিওনেল মেসি ও আন্তোনিও রোকুজ্জোর সংসারে আসছে নতুন অতিথি। গত অক্টোবরেই সেটা জানা গিয়েছিল। ইনস্টাগ্রাম পোস্ট করে মেসি জানিয়ে দিলেন নতুন অতিথির নাম … ‘বেবি সিরো’। গ্রিক শব্দ সিরো মানে সূর্য।

গত বছর দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিও মেসি।বিয়ের আগেই তাদের ঘরে এসেছে দুই ছেলে থিয়াগো এবং মাতেও।

 

নতুন অতিথিও পুত্রসন্তান। এবার তৃতীয় সন্তানের নাম সবাইকে জানিয়ে দিলেন এলএমটেন। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুর দিকে ভূমিষ্ঠ হতে পারে মেসির তৃতীয় সন্তান ‘বেবি সিরো’।

Check Also

টি-টোয়েন্টি দলে ফিরে যা বললেন সৌম্য!

  লঙ্কানদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *